আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১১:২৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২৩, ১:৫৯ পি.এম
দুর্বৃত্তদের হাতে আহত হলেন ফরিদপুর জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া

ফরিদপুরে দুর্বৃত্তদের হাতে আহত হলেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া (৪২)। তাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
জানা গেছে, তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শহরের গাজী সালাউদ্দিন এর আট তলা ভবন ভাড়া বাসা হতে রওনা হলে কমলাপুর তেতুলতলা বাসার সামনেই একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা ০৩ জন দুষ্কৃতিকারী তার পথরোধ করে চাপাটি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজিতে রক্তাক্ত জখম করে আহত করে পালিয়ে যায়।
এ সময় তার কাছে থাকা দুইটি মোবাইল ফোন ও ৬৫০০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তার চিৎকারে পরিবারের লোকজনসহ অন্যান্য লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদপুরে ভর্তি করে। পরে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ধারণা করা হচ্ছে ছিনতাই করার উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha