আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ১:৪০ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৬, ২০২৩, ১২:২৩ পি.এম
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবসে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য, বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২৫ জুলাই সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসন ও মাগুরা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য দিবস উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। র্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান, আওয়ামী লীগ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মৎস্য জীবী লীগ এর জেলা সভাপতি দাউদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক সজল মোল্লা সহ প্রমুখ।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "চাঁদের হাট" এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ার কবীর।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে ৩য় অবস্থানে রয়েছে। দেশের এই অবস্থান ধরে রাখতে এবং মাছের উৎপাদন আরও বৃদ্ধি করতে আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
উল্লেখ্য যে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নবগঙ্গা নদীর পারনান্দুয়ালি ব্রীজ সংলগ্ন এলাকায় ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha