আজকের তারিখ : ডিসেম্বর ৫, ২০২৪, ১:১১ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ৩, ২০২১, ৪:২১ পি.এম
চাটমোহরে প্রতিপক্ষের মারধরে আহত ব্যক্তির মৃত্যু
পাবনার চাটমোহরের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে আহত এক ব্যক্তি মারা গেছেন।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে মারধরের ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৩ এপ্রিল ) সকাল দশটার দিকে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম রেনু প্রামানিক (৬৫)। তিনি উপজেলার মূলগ্রামের চাঁদ আলী ওরফে চাঁদুর ছেলে।
রেনু প্রামানিক এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুলগ্রাম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মান্নান।
স্থানীয় এলাকাবাসী জানান, রেনু প্রামাণিক ও পাঁচুরিয়া গ্রামের রজব আলীর ছেলে সাহেব আলী সম্প্রতি পাশাপাশি জমি কট রাখে। শুক্রবার দুপুরে ওই জমির আইল কাটা নিয়ে কয়েকদিন আগে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই দফা মারামারি হয়।
তারই জেরে শুক্রবার দুপুরে সাহেব আলীর মারধরে গুরুতর আহত হয় রেনু প্রামানিক। তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঐদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রেনু প্রামাণিকের মৃত্যু হয়।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, জমির আইল কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে এই নিয়ে তিন দফা মারামারির ঘটনা ঘটে। রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেনু প্রামানিক মারা গেছেন। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ চাটমোহরে নিয়ে আসা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান নেমেছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha