আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৩:০০ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৬, ২০২৩, ৫:৩২ পি.এম
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে-আমির হোসেন আমু এমপি

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। অতি প্রয়োজন ছাড়া গ্রামের পুকুরগুলো ভরাট করা যাবে না। তাতে দেশীয় মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়িয়ে বিদেশে রপ্তানি করে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বর্তমান সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা ইলিশসহ কয়েক প্রজাতির মাছ রপ্তানি করে আসছি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি)।
বুধবার (২৬জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম,ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আ.ওয়াহেদ খান, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায় প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, একসময় দেশে জনসংখ্যা ছিল ৭কোটি তারপরও দেশে খাদ্যঘাটতি ছিল । বর্তমানে তার দ্বিগুনেরও বেশি জনসংখ্যা তারপরও দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ন। আমরা ইলিশ মাছ উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে প্রথম, আমাদের মাছের বিদেশে প্রচুর চাহিদাও রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে আজ এই আমূল পরিবর্তন হয়েছে। তাই আগামীতে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha