করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে ফরিদপুরে গত ২৪ ঘন্টায় ৬১ জন নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছে। এটি দ্বিতীয় ধাপে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর মধ্যে জেলা সদরেই আক্রান্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৯ হাজারে পৌঁছাল।
সরকারি হিসাব মতে, এ রোগে এ পর্যন্ত ফরিদপুরে মৃত্যু হয়েছে ১২৭ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তরফ হতে সকলকে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতনতার পরামর্শ দেয়া হয়েছে। জেলার হাটবাজারে সন্ধার পর সমাগম নিষিদ্ধের পাশাপাশি অন্য সময়েও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া রাস্তাঘাট ও জনপদে বের হওয়া সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটি তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। সকলকে সরকারি নিয়মবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha