মাগুরার মহম্মদপুর থানা হাজত থেকে পালিয়ে যাওয়া পলাতক আসামী সোয়েব মোল্যা (২৫) ফের গ্রেপ্তার হয়েছে। পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে ফিল্মি ষ্টাইলে হাজতখানার রড বাঁকা করে গত সোমবার (২৪ জুলাই) দুপুরে কৌশলে পালিয়ে যায় ৬ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামী। থানা হাজাত থেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় মহম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ শাহিন এবং ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সামমিয়ক বরখাস্ত করা হয়েছে। এদিকে পুলিশের ব্যাপক তৎপরতার কারণে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ধূর্ত ওই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোয়েব মোল্যা উপজেলার রোনগর গ্রামের মৃত: সিদ্দিক মোল্যার ছেলে।
জানা যায়, একটি চুরির মামলায় নড়াইল আদালত শোয়েব মোল্যার ৬ বছরের দন্ডাদেশ দেন। এরপর থেকেই সে পলাতক ছিল। গত রোববার (২৩ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। পরের দিন সোমবার দুপুরে সবার অজান্তে হাজতখানার রড বাঁকা করে কৌশলে পালিয়ে যায় ধূর্ত আসামী শোয়েব মোল্যা। এরপর পুলিশ বিভাগে শুরু হয় তোলপাড়।
হাজত থেকে পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টীম তৎপর হয়ে ওঠেন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ধূর্ত ওই আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মহম্মদপুরে থানা হাজত থেকে আসামী পলায়নের এটিই প্রথম ঘটনা।
বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল আলম বলেন, ‘হাজত থেকে পলাতক আসামীকে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের একটি চৌকশ দল গ্রেপ্তার করেছে।’
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha