ফরিদপুরের চরভদ্রাসনে শেখ আব্দুল আলী নামে (২) বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর তিনটার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাঙ্গী গ্রামের নমুরছাম এলাকায় এ ঘটনা ঘটে। আলী ঐ গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের একমাত্র ছেলে।
নিহতের বাবা নুরুল ইসলাম বলেন তার স্ত্রী আকলিমা বেগম দুপুরের খাওয়া দাওয়ার পর উঠান ঝাড়– দিচ্ছিলেন এ সময় আলী তার পাশে খেলা করছিল। কিছুক্ষন পর ছোট্ট আলীকে দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করেন তারা। প্রায় এক ঘন্টা পর বাড়ির সামনের পুকুরে আলীর মরদেহ ভেসে উঠে।
পরিবারের সদস্যরা দ্রুত আলীকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক ডা. ননী গোপাল হালদার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111