আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৩:০০ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২৩, ৭:১৬ পি.এম
মাগুরা শ্রীপুরের কাজল রেখা খুনের ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত

পাটকল শ্রমিক কাজল রেখা কে দলবদ্ধ ভাবে ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।
গত সোমবার ২৪ জুলাই ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন। সবার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।
নিহত কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। চাকরির সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করতেন কাজল রেখা। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে জুট মিল থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায় তারা। এ ঘটনার পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
আসামীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির আদেশের সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানান পিপি স্বপন পাল।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha