চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা নূরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অঃ দাঃ) ডাঃ নাঈমা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ নুসরাত শারমিন ও ডাঃ ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও নার্সরা আন্তরিকতার সহিত রোগীদের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান করায় সন্তোষ প্রকাশ করা হয়। বর্তমান সরকারের দেয়া স্বাস্থ্যসেবার সকল প্রকার সুযোগ সুবিধা দোরগোড়ার জনগোষ্ঠীর মাঝে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫