ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ধর্ম যার যার, দেশ সবার। সকল ধর্মের জনগণ এখানে স্বাধীন ভাবে ধর্ম পালনের সংবিধানিক অধিকার রয়েছে। সব ধর্মের জনগণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করে এইদেশকে স্বাধীন করেছে। তাই বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ করেছেন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। হিন্সু-মুসলিম সকলকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে গড়ে তুলব। তিনি গত সোমবার রাতে সদরপুরের আটরশি নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে অপূর্ব চক্রবর্তীর সঞ্চালনায় নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরের সভাপতি শ্রী সুশান্ত চক্রবর্তী সভাপতিত্বে নামযজ্ঞ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সরদপুর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর, নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম সাহাবুর, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, নিত্যানন্দ সেবা সংঘ মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সাহা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ আওয়ামী-যুবলীগের বিভিন্ন নেতাকর্মিরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111