আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৭:০৮ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২৩, ১:২৯ পি.এম
ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ, ২৩ পালিত মৎস্য সপ্তাহ ২০২৩ ও মৎস্য খাতে স্মার্ট প্রযুক্তি
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে।
‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই দেশব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।
কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, উদ্বোধনী ও উপজেলা পুকুরে পোনা অবমুক্তি করণ।
এই লক্ষে ২৫জুলাই মঙ্গলবার সকাল ১১টায় ভেড়ামারা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ভেড়ামারা উপজলোর অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠান হয়। জাতীয় মৎস্য সপ্তাহ /২৩ পালনে সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার সিনিয়ির মৎস্য অফিসার শাম্মী শিরীন।প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠ।ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমরিুল ইসলাম মান্নান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন।ভেড়ামারা কৃষি অফিসার শায়খুল ইসলাম,উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা বিভিন্ন মৎস্য খামারী, মৎস্যচাষী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিভিন্ন শ্রেণীপেশাজীবিরা উপজেলার মৎস্যজীবি, মৎস্যচাষী ও উপস্থিত ছিলেন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ২৪ জুলাই থেকে ৩০জুলাই সপ্তাহব্যাপি এ অনুষ্ঠান চলবে।
বর্তমান মৎস্য বান্ধব সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, যুগ-উপযোগী নীতি পরিকল্পিত কার্যক্রম গ্রহণ সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানের স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার বলে জানান, উপজেলার সনিয়ির মৎস্য অফিসার শাম্মী শিরীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha