আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৪, ২০২৩, ৩:৩৭ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত

ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোল চত্বর ফ্লাই ওভার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো মেহেরপুর জেলার মেহেরপুর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম(১৪)। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল তিনটার সময়।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুয়েল জানায়, দুপুরে ট্রেনে দুই ভাই ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চক্কর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিল সে সময় ঢাকা গামী ইলিশ পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৪- ৬০৫৭) তাদের দুই ভাইকে বাসের চাকায় পিষ্ট করে পালিয়ে যেতে থাকে। এতে করে দুই ভাই চাকায় পিষ্ট হয়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
এ সময় বাসের ভেতরে যাত্রী ও স্থানীয় জনতার তারা খেয়ে বাসটি ফেলেই চালক পালিয়ে যায়। বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha