মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ‘স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি। নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা ঠিক রাখতে চাই এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।
সোমবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে। এতে সবার সহযোগিতা চাই। এর আগে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার আরাে জানান, কোন থানাতে মামলা, অভিযোগ কিংবা জিডি করতে কোন টাকা লাগবে না। আমি ওসিদের বলে দিয়েছি এ ধরনের কোন অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ। কিশোর গাং, চুরি,চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন।
নবাগত পুলিশ সুপার হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার।
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha