ফরিদপুরের সদরপুর-ভাংগা উপজেলার সীমান্তে দক্ষিণ আকনবাড়িয়া গ্রামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ জানায় এলাকাবাসি। গত রবিবার বিকেল ৫টার দিকে সদরপুর- পুখুরিয়া সড়কের ডাক্তার বাজার নামক স্থানে এলাকার সর্বস্তরের জনগণ বানববন্ধনের আয়োজন করেন।
দক্ষিণ আকন বাড়িয়া গ্রামের কয়েকশত নারী-পুরুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় ভুক্তভুগী প্রসুন প্রিয় সাহা বলেন, ১৯৪৭ সালের পূর্বে আমার দাদার ক্রয় কৃত সম্পতি আমরা ভোগদখলে ছিলাম। উক্ত জমির উপর একটি চাউলের চাতাল রয়েছে। আমার চাতালের পাশে প্রতিবেশি বিষ্ণু মন্ডল একজন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও মামলা বাজ প্রকৃতির লোক। সে দীর্ঘদীন যাবৎ আমার সম্পতি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলাকায় একাধিক বার শালিসও হয়েছে। সে কোনভাবে জিততে না পারলে আমার নামে ও গ্রামের আরো ৭ জন নিরীহ ব্যাক্তির নামে গত ২ই ফেব্রæয়ারী একটি মিথ্যা মামলা করে, যার নম্বর সি,আর ৫২/২০২৩। মামলাটি পি.বি.আই ফরিদপুর তদন্ত করে এবং আসামীদের ও স্বাক্ষীদের জবানবন্দী না নিয়ে একটা চার্জশিট কোর্টে দাখিল করেন বলে জানান প্রসুন প্রিয় সাহা।
উক্ত মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন বলে মানববন্ধনে আগত আকন বাড়িয়া গ্রামের নারী পুরুষেরা দাবী করেন। মানববন্ধনে বিষ্ণু মন্ডলের অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী অনেকেই অভিযোগ করে বলেন, সে একজন চাঁদাবাজ ও খারাপ প্রকৃতির লোক। তার মিথ্যা অভিযোগে আমরা অনেকেই অতিষ্ঠ্য।
স্থানীয় ইউপি মেম্বার মাসুদ মিয়া জানান, বিষ্ণু মন্ডল একজন মামলাবাজ লোক। মিথ্যা মামলা দিয়ে এলাকার অনেক নিরীহ জনগনকে সে হয়রানী করে আসছে। আমরা এর বিচার চাই।
নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী বলেন এলাকায় শান্তি শৃঙ্খলার লক্ষে বিষ্ণু মন্ডলের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
বর্তমান চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম সাহাবুর জানান, বিষ্ণু মন্ডল ও তার স্ত্রীর অত্যাচারে আমার ইউনিয়নের অনেক মানুষ অতিষ্ঠ। এরা মাদক ব্যাবসায়ী ষড়যন্ত্রকারী ও মামলাবাজ। তিনি আরও বলেন, বিষ্ণু মন্ডলের অত্যাচারের হাত থেকে বাচতে স্বরাষ্ট্রমন্ত্রী, ফরিদপুর পুলিশ সুপার, জেলা প্রশাসক ও ভাংগা থানার পুলিশের সহযোগিতা কামনা করেন। রাত যত গভীর হয় বিষ্ণু মন্ডলের ঘরে তত বেশি বাইরের লোকের আনাগোনা হয় বলে প্রতিবেশিরা জানান।
এ ব্যাপারে মামলার বাদি বিষ্ণু মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে না পাওয়ায় তার পিতা বিজয় মন্ডলের সাথে কথা তিনি জানান, আমাদের সাথে পূর্ব থেকে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। উক্ত বিরোধের জের ধরে প্রসূন প্রিয় সাহা ও তার লোকজন আমার বাড়ি ভাংচুর করে বলে আমরা মামলা করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha