ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে সম্রাট কাজী (২৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার গুনবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রামের বিশ্বাসপাড়া এলাকার হালিম কাজীর ছেলে। সোমবার (২৪ জুলাই) ভোর পাঁচটার দিকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গুনবহা ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা সম্রাট কাজীর সাথে তার স্ত্রীর মাঝেমধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন না। এনিয়ে রবিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয়। পারিবারিক এ কলহের জেরে তিনি সোমবার ভোরে আত্মহত্যা করেন।
পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কাজী আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111