প্রতিবছরের ন্যায় ফ্রান্সে বসবাসরত ক্রিকেট অনুরাগীদের নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। প্যারিসের উপকণ্ঠ ববিনি মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেয় চারটি ক্রিকেট ক্লাব।
নবকণ্ঠ সম্পাদক আবু তাহির এর পরিচালনায় এসময় মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিগনেচার ক্রিকেট ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট ফাইটার্স ও দ্বিতীয় ম্যাচে সুনামগঞ্জ ওয়ারিয়র্স কে হারিয়েছে এফসি ক্রিকেট ক্লাব। উদ্বোধনী দিনে টুর্নামেন্ট পরিচালনা করেন মোহাম্মদ শাহীন ও ইমন।
শাহ গ্রুপের পরিবেশনায় এবারের টুর্নামেন্টে স্পন্সর প্রতিষ্ঠান হিসাবে যুক্ত আছে আইছা , বিডি ফার্নিচার অবারভিলা, রাধিকা গ্রুপ ও ইজিবাজার।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111