আজকের তারিখ : মে ১০, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৩, ২০২৩, ৬:৪২ পি.এম
ছাত্রদল করায় চাকরি থেকে ছাঁটাই! একক প্রতিবাদ মামুনের
ছাত্রদল করায় চাকরি থেকে ‘ছাঁটাই’ করার অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের যুবক মামুন। দুই মাস ধরে চাকরিস্থলে যেতে না দেওয়া, এর আগের দুই মাসের বেতন না দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে যোগদানের দাবিতে রবিবার ওই যুবক ব্যানার হাতে দাঁড়ান।
মো. মামুন ন্যাশনাল সার্ভিসের আওতাধীন প্রকল্পের কর্মী হিসেবে প্রাণিসম্পদ কার্যালয়ে চাকরি করতেন। দুই বছরের ওই প্রকল্প থেকে মাসে ছয় হাজার টাকা বেতন পেতেন।
মামুন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নরত এবং নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
রবিবার (২৩ জুলাই) দুপুরে নাসিরনগর উপজেলা প্রশাসনের ভবনের সামনে শহীদ মিনার প্রাঙ্গণে ব্যানার হাতে দাঁড়িয়ে এ ঘটনার প্রতিবাদ জানান মামুন।
তিনি দাবি করেন, ২০২২ সালের ১ সেপ্টেম্বর অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য কাজে যোগ দেন। সম্প্রতি ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি হাসপাতালে নিয়ে যান।
এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই তার ওপর নেমে আসে অফিশিয়াল খড়গ। তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলা হয় এবং এটা না করলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
মামুন আরো দাবি করেন, এপ্রিল ও মে মাসে তার বেতন দেওয়া হয়নি।
জুন থেকে অফিসে আসতে নিষেধ করা হয়। তবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিধায় এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেওয়া হবে না বলে জানানো হয়। এখন তিনি অফিসে যেতে পারছেন না এবং দুই মাসের বেতনও বুঝে পাননি।
মামুন বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে। আমি চাকরি ফিরে চাই। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ প্রকল্পের চাকরিবিধিতে কোনো রাজনৈতিক দল করা যাবে না―এমন শর্ত উল্লেখ ছিল না।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, ‘মামুন কোন রাজনৈতিক দল করে না করে সেটা কোনো বিষয় না। তবে সে নিয়মিত ও সঠিকভাবে দায়িত্ব পালন করত না। তাকে এ বিষয়ে বললেও কর্ণপাত করেননি। তাকে অফিসে আসতে না করা হয়েছে―এমন কোনো ডকুমেন্ট থাকলে দেখাক।’
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha