আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৫:১৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৩, ২০২৩, ৬:১৬ পি.এম
মাগুরাতে দ্বিতীয় স্ত্রীর ছুরির আঘাতে স্বামীর খুনের অভিযোগ

পারিবারিক কলহের জের ধরে মাগুরায় ২য় স্ত্রীর ছুরির আঘাতে লাভলু দাস (২৮) নামের এক যুবকের খুনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ খুনের অভিযোগে ২য় স্ত্রী স্মৃতি দাস কে আটক করেছে।
মাগুরা শহরের সাহাপাড়ার ভাড়া বাসায় ২য় স্ত্রী স্মৃতি দাসের ছুরির আঘাতে মারাত্বক আহত স্বামী লাভলু দাস কে আজ রবিবার সকালে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লাভলু দাস শহরের নিজনান্দুয়ালি গ্রামের তপন দাসের ছেলে। তিনি শহরের সাজিয়াড়া ঢালে সেলুনের দোকানে কাজ করতেন।
জানা যায়, সে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সাচিলাপুর গ্রামের লক্ষী দাসকে ১ম স্ত্রী হিসাবে বিবাহ করেন। সেখানে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে স্মৃতি দাস (২৮) কে ১ম স্ত্রীর অজান্তে বিয়ে করে মাগুরা শহরের সাহাপাড়ার বসিরের বাড়িতে ভাড়া থাকতেন।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, পরিবার থেকে দ্বিতীয় বিবাহ মেনে না নেওয়ায় নিহত লাভলু দাসের ২য় স্ত্রী স্মৃতি দাসের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে, পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়।
খুনের অভিযোগে নিহতের ২য় স্ত্রী স্বৃতি দাসকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha