সংস্কারকাজের জন্য কালুরঘাট সেতু দিয়ে যান চলাচল বন্ধ করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে শুরু হবে সংস্কারকাজ। তাই এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ফেরি হয়ে পারাপার হতে হবে।
গতকাল শনিবার সেতুর নিচ দিয়ে ফেরি ব্যবহারের টোল চূড়ান্ত করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গাড়িভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৬৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। ফেরির টোল চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, ফেরির টোল হার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে চাইলে গাড়ি ফেরি দিয়ে কর্ণফুলী নদী পার হতে পারবে। আগামী সপ্তাহে কালুরঘাট রেলসেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে রেলওয়ে। তখন ফেরি দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।
৪৩ কোটি টাকা ব্যয়ে এই সেতুর সংস্কার করতে যাচ্ছে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ । এ জন্য গত ১৮ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করে রেল। চুক্তি অনুযায়ী ঈদের পর সংস্কারকাজ শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু টোল চূড়ান্ত না হওয়ায় ফেরি চলাচল শুরু হয়নি।
এখন টোল নির্ধারণ হওয়ায় এই জটিলতা দূর হলো। সড়ক ও জনপথ বিভাগের (স ওজ) তথ্য মতে, ফেরি পারপারে ট্রেইলারকে প্রতিবার টোল দিতে হবে ৫৬৫ টাকা। ভারী ট্রাক বা কাভার্ড ভ্যানের লাগবে সাড়ে চার শ টাকা, মাঝারি ট্রাকের ২২৫ টাকা, ছোট ট্রাকের ১৭০ টাকা। বড় বাসের (৩১-আসনের বেশি) টোল ২০৫ টাকা, মিনিবাসের ১১৫ টাকা। কৃষিকাজে ব্যবহৃত যানের (পাওয়ার টিলার, ট্রাক্টর) টোল নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। মাইক্রোবাস, পিকআপের টোল ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা, ব্যাটারিচালিত ৩ ও ৪ চাকার গাড়ির জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা ও রিকশা, ভ্যান, বাইসাইকেল ও ঠেলাগাড়ির টোল দিতে হবে ৫ টাকা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha