আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৩, ২০২৩, ৭:৪৭ এ.এম
ফরিদপুর-২ আসনের সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আব্দুস সোবহান ফকিরের সভাপতিত্বে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী সালথা থানাধীন গট্টি ইউনিয়নের চন্দ্রপাড়ার নিজ বাড়িতে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গতকাল বিকেল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মুকিত সরদার, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবু ফকির, সাধারণ সম্পাদক সিদ্দিক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মাস্টার সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনগণের সরকার। উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha