চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন যাত্রী। নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ফাতেমা বেগম ও ধরমপুর গ্রামের হেলাল। শনিবার (২২ জুলাই) সকাল ৮টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের ফলিমারি বিল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
এতে আরো ২ সিএনজি যাত্রীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, সকাল ৮টার দিকে শিবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি ফলিমারি বিল এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে এক নারীসহ সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।