ফরিদপুর প্রেসক্লাবের চলমান উন্নয়নে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন নামে একটি সংগঠন। বুধবার সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাবের সাংবাদিকদের পেশাগত কাজের সহায়তায় একটি আধুনিক আইটি সেন্টার নির্মানে জন্য ছয় লক্ষ টাকার চেক তুলেন দেওয়া হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানের অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের পরিচালক ডেনমার্কের নাগরিক লোনা টি রহমান, ফাউন্ডেশনের কর্মকর্তা মাহফুজুল আলম মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান মানিক, হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
ফাউন্ডেশনের কর্মকর্তা মাহফুজুল আলম মিলন জানান, এ.এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন শিক্ষা ও সাংস্কৃতিসহ সমাজের উন্নয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের অনুদান দিয়ে থাকে। তারই অংশ হিসেবে ফরিদপুর প্রেসক্লাবের আইটি সেন্টার নির্মাণের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হলো।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫