আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ২:৫০ এ.এম || প্রকাশকাল : জুলাই ২২, ২০২৩, ৫:১৩ পি.এম
মাগুরায় বিজেআরআই উদ্ভাবিত তোষা পাটের চাষ জনপ্রিয়করণে মাঠ দিবস অনুষ্ঠিত
বিজে আরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল তোষা পাট -৮ (রবি-১) জাতর উৎপাদন প্রযুক্তি এবং কৃষক পর্যায়ে জনপ্রিয়করণ এর লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শনিবার ২২ জুলাই বেলা ১০ টার সময় মাগুরা সদর উপজেলার নালিয়ারডাঙ্গী স্থানে ফরিদপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র এর আয়োজনে কৃষক মোঃ আক্কাস খান কে নিয়ে মাঠ দিবস করা হয়।
বিজেআরআই মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মহাপরিচালক ডঃ মোঃ আবদুল আউয়াল ও আয়োজক পরিচালনায় ছিলেন, ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ রনজিত ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় গবেষণা অনুবিভাগ, যুগ্মসচিব রেহানা ইয়াছমিন। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ইনস্টিউট, পরিচালক ডঃ নার্গিস আক্তার, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির সহ প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক মোঃ আক্কাস খান জানান, আমাদের শরীর অসুস্থ হলে আমরা সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেই কিন্তু আমরা কখনো মাটির স্বাস্থ্য নিয়ে ভাবি না। যে মাটি থেকে বারবার ফসল উৎপাদন করে সেই মাটিতেই পাট-৮ (রবি-১) চাষ করে যে পাতা পড়ে সেটা পঁচে জৈব সার হয়। আর তার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা একই বছরে ওই জমিতে ৪ জাতের ফসল উৎপাদন করতে পারি।
প্রধান অতিথি যুগ্মসচিব রেহানা ইয়াছমিন বক্তব্য বলেন, আক্কাস খান একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও কৃষি কাজ করে তার সংসার পরিচালনা করে। মাগুরা জেলাতে গড়ে তুলতে সক্ষম হয়েছে একটা কৃষি বিপ্লব। কৃষক আক্কাস খানকে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারাও তাকে চেনে জানে। তারই কর্মকাণ্ড দেখে হাজারো অসহায় প্রতিবন্ধী কর্ম জীবন খুঁজে পাবে। কৃষক আক্কাস খান একটা জলন্ত উদাহরণ মাগুরা বাসীর জন্য ও একটা অনুপ্রেরণা শক্তি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha