আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:২১ এ.এম || প্রকাশকাল : জুলাই ২২, ২০২৩, ২:৩৬ পি.এম
বগুড়া হরিজন ঐক্য পরিষদ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফরিদপুর জেলা দল অপরাজিত চ্যাম্পিয়ন

বগুড়ার চক সুত্রাপুর হরিজন যুব উন্নয়ন পরিষদ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অপরিচিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুরের আলিপুর বান্ধব পল্লী ফুটবল দল।
প্রতিযোগিতায় রানার আপ হয়েছে নাটোর জেলা দল।
গত শুক্রবার বিকেলে বগুড়া জেলার করোনেশন উচ্চ বিদ্যালয় মাঠে উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনালে ফরিদপুর জেলা দল ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টে এ দুটি দল ছাড়াও আরো ছয়টি দল অংশগ্রহণ করে দলগুলি হচ্ছে স্বাগতিক বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজবাড়ী পাবনা, ও জয়পুরহাট।
টুর্নামেন্টে প্রথম খেলায় ফরিদপুর জেলা দল টাইবেকারে বগুড়া জেলা দলকে ৪/৩ গোলের ব্যবধানে পরাজিত করে সেমি ফাইনালে উঠে। সেমিফাইনালে নাটোর জেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে মোট দিনব্যাপী এই মাঠে সাতটি খেলা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতাটি একদিনেই করা হয়।
খেলার চ্যাম্পিয়ন দল ট্রফি ও ১৫০০০ টাকার প্রাইজমানি পুরস্কার পায় । ফরিদপুর দলের পক্ষে সৌরভকে ম্যান অফ দ্য ফাইনাল ঘোষণা করা হয়।
খেলা শেষে বগুড়া হাড়ি সমাজের মন্ডল নীরোদরাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বগুড়া পৌরসভার ১ নং প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তপন চক্রবর্তী, ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল কুমার জমাদার , রাজবাড়ি সমাজের সহকারী মন্ডল দীপক রাম, সুরেন রাম ও কোষাধক্ষ্য টুটুল রাম।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা গুলো উপভোগ করে
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha