কুষ্টিয়া সিভিল সার্জন কর্তৃক নিয়োগকৃত ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ৪৬ জন আউটসোর্সিং কর্মচারীর বিগত ১২ মাসের প্রায় ১ কোটি টাকা বকেয়া বেতন আদায়ের দাবীতে বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী কর্মচারীরা।
ঘন্টাব্যপীচলা উক্ত মানববন্ধনে বক্তারা দাবী করেন, ২০২১ সালে করোনাকালীন সময় কুষ্টিয়া সিভিল সার্জন কর্তৃক ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৬জন আউটসোর্সিং কর্মচারী ঠিকাদারের মাধ্যমে অস্থায়ী ভিত্বিক নিয়োগ দেয়া হয়। প্রথম ১ বছর তারা বেতন ঠিকমত পেলেও গত ১২ মাস কোন বেতন-ভাতা পায়নি তারা। এতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন ভুক্তভোগীরা।
তারা আরও বলেন, এবিষয়ে জেলার সিভিল সার্জন ও ঠিকাদার সন্ধা রাণীর সাথে বারবার যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। তাই অতিদ্রুত তাদের বকেয়া টাকা পরিশোধে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কর্মচারীরা।
পরবর্তিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।