নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়ন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে কিছু ছিল না ও গায়ে সাদা জামা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই ) সকাল সাড়ে ৯ টার দিকে চানন্দী ইউনিয়নে রানী গ্রাম মজিস সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাতিয়ার মোরশেদ বাজার নৌ পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, 'সকালে নলেরচর রানী গ্রাম মজিদ সংলগ্ন এলাকার মেঘনা নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে আমাদের অবগত করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয় লোকজন নিহত ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে মঙ্গল-বুধবারে কোন একসময় তার মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।