আজকের তারিখ : ডিসেম্বর ৪, ২০২৪, ২:৪৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৯, ২০২৩, ৩:৫৭ পি.এম
শিবপুরে বাঘাব ইউনিয়নে গরু চোর ধরে পুলিশে দিলেন চেয়ারম্যান জাহিদ সরকার
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে গরু চোর সিন্ডিকেটের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান চোরকে পুলিশে সোপর্দ করেন।
গরু চুরির ঘটনায় আটককৃত সুমন ওরফে অটো বাঘাব ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গলিকান্দা এলাকার হযরত আলীর ছেলে।
গরুর মালিক লামপুর এলাকার বাসিন্দা ইসমাইল জানান, আমার গরুটি ঈদের কিছুদিন আগে রাতের আঁধারে চুরি হয়। তারপর থেকে আমি অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। আমি নরসিংদীর ভিতরে বিভিন্ন সাপ্তাহিক হাঁটে গিয়ে খোঁজ খবর নিতে থাকি। আজকে হঠাৎ রায়পুরার রাধাগঞ্জ বাজারে গিয়ে আমার গরুটি দেখতে পাই। তারপর চোর আমাকে হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। তখন আমি আমাদের বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকারকে ফোনে দ্রুত জানাই। জানানোর পর চোরকে তিনি ধরে এনে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ সরকার বলেন, আমি খবর পেয়ে দ্রুত রাধাগঞ্জ বাজারে যাই। গিয়ে চোর সুমন ওরফে অটোকে পাইনি। সে আমি যাওয়ার আগেই পালিয়ে যায়। তবে চোরের পিতা হযরত আলীকে ঘটনাস্থলে পাই। তারপর বিভিন্ন কৌশলে গরু চোর সুমন ওরফে অটোকে ধরে পুলিশে সোপর্দ করেছি।
উল্লেখ্য যে আমি নির্বাচনের আগেই বলেছিলাম, বাঘাবা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হলে, বাঘাব ইউনিয়নে কোনো চোর ডাকাত থাকবে না। আমার ইউনিয়নে মাদক সন্ত্রাস থাকবে না। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ করে যাবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha