চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার স্টেশন পাড়ার মোঃ নুর ইসলাম (১৯) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করছে। সে একই এলাকার মৃত রানা আলীর ছেলে।
মঙ্গলবার (১৮ জুলাই ) বিকেল সারে ৫টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তি বিকেল সাড়ে ৩ টার দিকে নিজ বাসায় বিষ পান করে। পরে তার পরিবার ও এলাকাবাসী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মৃত ব্যাক্তি দুপুরের পর তার মায়ের সাথে কথা কাটাকাটি করে মায়ের উপর অভিমনা করে বিষপান করে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এবং আগামী কাল বুধবারে সকাল বেলা ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা চলমান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।