কুষ্টিয়ার মিরপুর পোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্ৰামে অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মন্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত সেলিম মন্ডল কুষ্টিয়া জেলার মিরপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত বিল্লাল মন্ডলের ছেলে।
জানা গেছে, রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে মিরপুরের পোড়াদহ গোবিন্দপুর গ্ৰামে অভিযান পরিচালনা করে ।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর পোড়াদহ গোবিন্দপুর গ্ৰামে অভিযান পরিচালনা করে সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ২০০পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ সারনী ১০ (ক) ধারায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬ তারিখ ১৬/৭/২০২৩। এসময় উদ্ধারকৃত ২০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।