আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৪:৫০ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৭, ২০২৩, ১:২০ পি.এম
হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট ট্যাব বিতরন

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারী ও গৃহগননা ২০২২ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার স্বরুপ ২য় পর্যায়ে নবম ও দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট ট্যাব বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে হাতিয়া পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের উপ পরিচালক হারুন অর রশিদ, প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার কায়সার খশরু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মানছুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার ( ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান।
অনুষ্ঠানে ১৭ টি মাদ্রাসা ও ২৫ উচ্চ বিদ্যালয়ের ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ট্যাব বিতরন করা হয়। প্রধানমন্ত্রীর এসব উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha