আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ২:২৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৭, ২০২৩, ১:০৯ পি.এম
শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন বরাদ্দের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মোঃ ইমরুল কবির জিহাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সিদ্দিকী ফরিদপুর মুসলিম মিশনের শিক্ষক মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক বিপদ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ, কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক ইসাহাক মোল্লা। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানান ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০% আসন বরাদ্দের দাবি জানান।
তারা বলেন, একদেশে দুই নীতি চলতে পারে না, তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha