তাইওয়ানের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে টানেলের মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন।
এ ছাড়া আরও অন্তত ৭২ যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়। -খবর আলজাজিরার।
আরও অনেকে আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দেশটির গণমাধ্যমগুলো বলছে— ৩৫০ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিল ট্রেনটি। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই ঘটে দুর্ঘটনা। টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha