ফরিদপুরের সদরপুরে দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১ সপ্তাহে উপজেলার লাবনী পাল (২১) নামের অনার্সের এক ছাত্রীসহ ৭ দিনে আক্রান্ত হয়েছে ১০ জন নারী পুরুষ। উক্ত ছাত্রীকে বর্তমানে ঢাকার ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। উপজেলার ঢেউখালী ইউনিয়নে সবচেয়ে বেশী ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে।
উক্ত ইউনিয়নের দক্ষিণ চরডুবাইল গ্রামের রিয়াজ তালুকদার (১৬) , চরব্রাম্মন্দী গ্রামের মানু হাওলাদার (৩০), দশ হাজার গ্রামের রাফিউ (১৬), চরডুবাইল গ্রামের সামাদ শেখ (৭৫), চন্দ্রপাড়া পত্তনদারডাঙ্গী গ্রামের হাওয়া আক্তার (২১), চন্দ্রপাড়া খালাসী ডাঙ্গী গ্রামের ছত্তার বেপারী (৬০), চরচাঁদপুর মগবুল মুন্সীর ডাঙ্গী গ্রামের লাবনী পাল (২১), উক্ত ইউনিয়নের শ্যামপুরটেক গ্রামের তুফান সরকার (৬০), কৃষ্ণপুর ইউনিয়নের শৌল্ডুবী গ্রামের মোহাম্মদ মুন্সীর কন্যা সেলিনা আক্রার (২০) সহ প্রায় শতাধিক ব্যক্তির আক্রান্তের খবর পাওয়া গেছে।
আক্রান্তরা সদরপুর, ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ ব্যপারে সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল এর সাথে কথা হলে তিনি জানান- সদরপুরে ডেঙ্গু মশা বা মশা নিধনের সরকারিভাবে কোন বরাদ্দ নেই। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ সভা করে, বিভিন্ন এলাকায় মাইকিং করে ও ফেসবুকের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111