আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৪:৩৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৫, ২০২৩, ৫:২৭ পি.এম
ঈশ্বরদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০
পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে নাটোর-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি আমতলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে ধারণা করা গেলেও তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১ টার দিকে রাজশাহীর থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহীবাস পাবনার দিকে ও বিপরীতমূখি আরেকটি ট্রাক নাটোর জেলার দিক যাচ্ছিল। ট্রাক-বাস দু'টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দু'টি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।
পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha