কুষ্টিয়ার ভেড়ামারা ফারাকপুর গোরস্থানের সাবেক খাদেম আব্দুর রহমান (৭৫) গত ৩দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। সে ভেড়ামারার প্রবীন সাংবাদিক আবু বক্করের মেজভাই।
পরিবার সূত্রে জানাগেছে, নিখোঁজ আব্দুর রহমান ১৩ জুলাই বৃহ:প্রতিবার সকাল ১০টার সময় লাঠি ভর করে হাঁটতে হাঁটতে নিজবাড়ি থেকে বেড় হয়। পরে আর সে বাড়িতে ফিরে যায়নি। আজ দিনভর ভেড়ামারায় মাইকিং করা হয়। সন্ধান মিলে নাই।
সকল আত্মিয়স্বজনের বাড়িতে খোজা-খোজি করে না পেয়ে তার ছেলে আল-আমিন ভেড়ামারা থানায় একটি সাধারণ জিডি করেছেন। আব্দুর রহমানের গায়ে খইড়ি রঙের পাঞ্জাবী ও পরনে গ্রামীন চেকের লুঙ্গি আছে।
সে ফারাকপুর গোরস্থান পাড়ার মৃত: মুনির উদ্দীনের মেজ ছেলে। কেউ তার সন্ধান পেলে ০১৭৪৬২৬৫২২০ এই নন্বরে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন তার পরিবার। ১৫-৭-২৩
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫