আজকের তারিখ : ফেব্রুয়ারী ২, ২০২৫, ৭:৫৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ১১:৫৮ পি.এম
ফরিদপুরে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগ ও সংগঠনের সাধারণ সম্পাদক ফকির মোঃ ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আজ শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠে সংগঠনের এি- বার্ষিক সম্মোলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি ছিলেন , সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সহ সভাপতি কেএম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, সাংগঠনিক আবু নাঈম, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখশানা আহমেদ মেহেবী, জেলা ছাএলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল,রপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেঘা প্রকল্প বাস্তবায়ন করেছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই।আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোঃ জাহাঙ্গীর শাহকে কে সভাপতি , মোঃ সেলিম শেখকে সাধারণ সম্পাদক, ও জাহাঙ্গীর সর্দারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়।
এছাড়া ফকির মোঃ সিদ্দিকুর রহমান কে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ সভাপতি করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha