চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে শুক্রবার বিকালে
১টি দেশীয় পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে বিজিবি। এছাড়াও তার কাছ থেকে ৪৬ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন এবং ১টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি নওগাঁ জেলার মির্জাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কামরুজ্জামান (৪৩)।
চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনামসজিদ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও মাদক নিয়ে নওগাঁ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জে সোনাপুর গ্রামের গণহাজীর আমবাগানে ওঁৎ পেতে থাকে।
এ সময় নওগাঁ মহাদেবপুর যাওয়ার পথে ১ জন মোটরসাইকেল চালকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির টহল দল তার গতি রোধ করে তল্লাশী করে। পরে তল্লাশী শেষ ১টি দেশীয় পিস্তল ও মাদকসহ কামরুজ্জামানকে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha