আজকের তারিখ : অগাস্ট ৩, ২০২৫, ২:৫২ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ৮:৫২ পি.এম
খোকসায় কিশোর ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় কিশোর ও যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও স্মার্ট ফোন, ইন্টারনেট আসক্তি রোধে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে উপজেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।
শুক্রবার বিকেলে ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন এরা হচ্ছে খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর নেতৃত্বে খোকসা ভোরের পাখি একাদশ ও খোকসা টিয়া পাখি একাদশ।
খেলায় খোকসা ভোরের পাখি একাদশ খোকসা টিয়া পাখি একাদশ কে ৬-৪ গোলে পরাজিত করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির, জানিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজিদ, রেফারি পীযূষ কুমার মজুমদার, জয়ন্ত রায় বিটু, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার বলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর এমন মহতী উদ্যোগকে খোকসা বাসি স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন এই খেলার মাধ্যমে যুব সমাজ মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও স্মার্ট ফোন, ইন্টারনেট আসক্তি রোধ হবে এবং যুব সমাজ খেলার মাঠে ফিরে আসবে। তিনি যুব সমাজকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে আসার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha