আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৬:০২ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ৬:৫২ পি.এম
মাগুরায় পৈত্রিক জমি দখল মুক্ত করতে মানববন্ধন
মাগুরায় পৈত্রিক জমি ভূমিদস্যুদের হাত থেকে দখল মুক্ত করতে মাগুরায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮:৩০ টার সময় মাগুরা পৌরসভার ইটখোলা বাজারে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পাশে এ মানব বন্ধন এর আয়োজন করে ভুক্ত ভোগী পরিবার।
ভুক্তভোগী অলিয়ার রহমানের দাবি, মাওলানা মারুফ হোসেন তার বাবা মৃত মোঃ জলিল মোল্লার নিকট থেকে ১২ শতক জমি দলিল করে নেন। কিন্তু মাওলানা মারুফ হোসেন দীর্ঘদিন যাবত তাদের পৈত্রিক সম্পত্তি ৬০ শতক জমি জোরপূর্বক ভোগ দখল করে আসছেন। আমরা বাধা দিতে গেলে বা জমি দখলে যেতে চাইলে আমাদেরকে নানারকম ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি প্রদান করেন মাওলানা মারুফ হোসেন।
অপর ভুক্তভোগী বাসারুল ইসলাম জানান মৃত আব্দুল জলিল মোল্লা পৈতৃক সূত্রে ১২ শতক জমির মালিক ছিলেন, কিন্তু মাওলানা মারুফ হাসান তার থেকে ২৪ শতক জমি কিভাবে লিখে নিয়েছেন সেটা তার বোধগম্য নয়। আদালতের নির্দেশনা অমান্য করে মাওলানা মারুফ হাসান সরকারি অধিগ্রহণ কৃত জমি সহ তাদের পৈত্রিক সম্পত্তি জোর করে ভোগ দখল করছেন ।
মাওলানা মারুফ হাসান জানন, আদালতে ইনজেকশন জারি থাকা অবস্থায় আমার প্রতিপক্ষরা রাতের আঁধারে জমিতে বাশ দিয়ে বেড়া দিয়েছে। ২১৩৬ ও ২১৩৮ নং দাগের জমির উপর আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল তিনি। আদালতে যে রায় হবে সে রায় তিনি মাথা পেতে নেবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha