আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৪:৫১ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ৩:৪৯ পি.এম
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে ফরিদপুরের মধুখালিতে মানববন্ধন অনুষ্ঠিত

গত ২৯/০৬/২৩ তারিখে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার দুপুর দুইটায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে মাঝকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি থেকে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহার দিন সুইডেন সরকারের মদদে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা ও পোড়ানোর তীব্র নিন্দা জানানো হয় এবং কর্মসূচি থেকে বাংলাদেশে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন ও সুইডেন সরকারের এরূপ কার্যকলাপের জন্য নিন্দা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha