বরগুনার আমতলী উপজেলা হলদিয়া ইউনিয়নের এমপির বাজার নামক স্থানে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। স্বাধীনতার পর আজও রাস্তাদুটি পাকা না হওয়ায় রাস্তা দুটি পাকা করনের দাবীতে এ মানববন্দন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে স্থানীয় মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়। হলদিয়ার সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুবুল আলম ঝন্টু তালুকদার বাড়ী হয়ে কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৫কিলোমিটার ও দফাদারের ব্রীজ হতে সুবান্দী বাজার পর্যন্ত ৬কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এমপির বাজারে মানববন্ধন অনুষ্ঠিত এলাকার শতশত মানুষ অংশ গ্রহন কেেরন।
মানববন্ধনে বক্তারা বলেন, কুলাইরচর, দক্ষিন রাওঘা , উত্তর পুর্ব রাওঘা, তক্তাবুনিয়া, কাঠালিয়া, সরুল্লাহ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। এই গ্রাম দুটির মধ্যে ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়,তিনটি মাদ্রাসা ৭টি মসজিদ ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বর্ষাকালে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনা।
বর্ষা মৌসুমে চরম ভোগান্তির মধ্যে বসবাস করতে হয় এলাকার মানুষদের। রাস্তা দুটিতে হাটু সমান কাদা হয়ে যায় । বৃদ্ধ ও শিশুরা বাড়ী ঘর থেকে বের হতে পারেনা। বর্ষা মৌসুমে কৃষকরা কৃষিপণ্যসহ বিভিন্ন পন্য বাজারজাত করতে পারছেনা। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনা। অসুস্থদের দ্রæত সময়ে হাসপাতালে নেওয়া যায় না।
এলাকার বাসিন্দা সেকান্দার খান বলেন, আমাদের গ্রামে বিভিন্ন কৃসি পন্যর উৎপাদন হয়। রাস্তা না থাকায় বর্ষাকালে কৃষি পন্য নষ্ট হয়ে যায়। আমরা কৃষকরা আর্র্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হই। কুলাইরচর গ্রামের আনোয়ার খান বলেন, বর্ষাকালে কোন গর্ভবর্তী মহিলাকে চিকিৎিসা কেন্দ্রে নিতে পারছিনা। মৃত ব্যাক্তিকে দাফন করতে নিয়ে যাওযার সময় ও কযেক বার খাট আছাড় খেয়ে পড়ে গেছি। আমাদের দুভোর্গের কোন শেষ নাই।
জাহাঙ্গির মৃধা, রিপন মৃধা রফেজ আকন বলেন দেশ স্বাধীনতার পর আমাদের গ্রামে এরাস্তাদুটি আজ ও পাকা হয়নি। রাস্তাদুটি পাকা করনের জন্য আমরা গ্রামবাসী ২০১৩ সালে আমাদের সংসদ সদস্য অ্যাড: ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর মহোদয়ের নামে স্থানীয় কুলাইরচর বাজার কে “এমপির বাজার” নাম দিয়েছে ,যা এখন বরগুনার সকল মানুষের কাছে এমপির বাজার নামে পরিচিত। তারপর ও রাস্তা দুটি পাকা হয়নি।
আমাদের দাদা, বাপ. আমরা তো রাস্তা পাকা দেখে মনে হয় মরতে পারবো না । ভবিষ্যাতে আমাদের ছেলে মেয়েরা দেখতে পারে কিনা সন্দেহ আছে। কলেজ ছাত্র সুমন মিয়া বলেন, আমরা বর্ষাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারিনা। পড়া লেখা প্রায় একরকম বন্ধ থাকে। কোমল মতি শিশুরা বাড়ী ঘর থেকে বের হতে পারেনা।
মানববন্ধ ও বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, আলতাফ হোসেন, সেকান্দার খান, আনেয়ার হোসেন খান, সুমন খান, জাহাঙ্গির মৃধা, রিপন মৃধা রফেজ আকন প্রমুখ।
হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, রাস্তা দুটির পাকা করনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন,রাস্তা দুটি পাকা করনের কাজ প্রক্রিয়াদিন রয়েছে।
আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনা আমতলী উপজেলায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড: ধীরেন্দ্র দেবনাথ সম্ভুর মাধ্যমে ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছেন।