আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ১২:৪৯ পি.এম
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১

হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে খাশের হাট বাজারে প্রধান সড়কে উপর সকালে দুইটি সিএনজি মুখামুখি সংঘর্ষ হয়। তাতে দুই যুবক গুরুতর আহত হয়।
আশপাশের লোকজন দেখিতে পেয়ে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর জনকে দ্রুত চিকিৎসা সেবা দেন।
নিহত মোঃ জাহিদ (২১) পিতা- মোঃ কাশেম, সাং- গুল্লাখালী ০১নং ওয়ার্ড, - বুড়িরচর ইউনিয়ন থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী।
আহত মোঃ নয়ন (২০) পিতা- আজহার উদ্দিন, সাং- পশ্চিম সোনাদিয়া ০৭নং ওয়ার্ড, - সোনাদিয়া ইউনিয়ন , থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওছখালী থেকে সিএনজি নিয়ে নলচিরার উদ্দেশ্য যাত্রা করেন জাহিদ ও নয়ন । এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি দুইটি মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ উদ্দিন নিহত ও অপর আরোহী আহত হন।
হাতিয়া থানা ওসি মো. আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha