আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪২ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ১২:০৩ পি.এম
ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে একই পরিবারের ২শিশুর মৃত্যু

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেলদহ গ্রামে পানিতে ডুবে একই পরিবারের ২শিশুর মৃত্যু।
প্রতিবেশি সুত্রে জানা যায়, আজ (১৪জুলাই) বাবু ডাক্তার ও তার ভাই ভুট্টুর ছেলে সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করতে থাকে এদিকে তাদের মায়েরা রান্না শেষ করে বাচ্চাদের খুজতে থাকে।
অনেকক্ষণ খুঁজে বাড়ির পিছনে দিঘির পাশেই বাচ্চার খেলনা দেখে মা এগিয়ে যায়।
মায়ের চোখ হঠাৎ দিঘিতে গেলে, দেখে ২টি বাচ্চা পানিতে ভাসছে। তাঁর চিৎকারে এলাকাবাসী ২ছেলেকে উদ্ধার করলেও দেখা জায় ততক্ষণে তারা দুনিয়া ত্যাগ করেছে। মৃত আবিদ হোসেন(২.৬) ডা:বাবু মিয়ার পুত্র ও জাবির হোসেন (৩) ভুট্টু মিয়ার পুত্র। সংশ্লিষ্ট ইউপি সদস্য হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাচ্চাদুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha