আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৩:৩৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৩, ১১:২১ এ.এম
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর পানি বিপদ সীমার উপরে বন্যার আশঙ্কা
কুড়িগ্রামের দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে বন্যার শঙ্কা নিয়ে দিন কাটছে নদীতীরের মানুষের।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সকালে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাইকেরছড়া ইউনিয়ন এর পাইকডাজ্ঞা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন পরশু থেকে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন বাড়বে। এ নিয়ে আতঙ্ক।
চর বলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুধকুমার নদের পানি বেড়ে চলেছে। রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে আমরা চরবাসী আবারও বিপদে পড়বো।
জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, ১৭ জুলাই পর্যন্ত পানি বাড়তে পারে। ফলে মাঝারি ধরনের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha