নড়াইল সরকারি মহিলা কলেজের ২০২৩-২০২৪ বর্ষের নবগঠিত শিক্ষক পরিষদের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই সোমবার সন্ধ্যায় নড়াইল সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম।
নবগঠিত শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ হলেন সম্পাদক - প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মুহাম্মদ নাজমুল হুসাইন রনি, যুগ্ন সম্পাদক- হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোসাঃ শারমিন খানম, কোষাধ্যক্ষ- ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক- সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আছিয়া আক্তার।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্বর্ণপদক প্রাপ্ত তাহিয়া তাহরীম, নড়াইল সরকারি মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকবর আহম্মদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পিযুষ কুমার দাস, গনিত বিভাগের প্রভাষক অশোক কুমার মজুমদার, বাংলা বিভাগের প্রভাষক এস এম রাজিব হোসেন, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ আলী হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক সবুজ কুমার হালদার,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কানু কুমার ঘোষ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সন্ধ্যা রানী কুন্ডু সহ সকল কর্মকর্তা কর্মচারীরা।
শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ নাজমুল হুসাইন রনি বলেন, গতবছর শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হয়ে কলেজের ৭৯ শতাংশ জমি অধিগ্রহন, বেদখলকৃত জমি উদ্ধার, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনা মোতাবেক প্রত্যক্ষ ও অগ্রনী ভূমিকা পালন করেছি।
সকলের আস্থা ও ভালোবাসার কারনে ঐতিহ্যবাহী নড়াইল সরকারি মহিলা কলেজের ইতিহাসে প্রথমবারের মতো টানা দুইবার (২০২২-২৩ ২০২৩-২৪)শিক্ষক পরিষদের সম্পাদক হবার সম্মান অর্জন করেছি। পূর্বের ধারাবাহিকতায় শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট এবং কলেজের উন্নয়নমূলক কাজে তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সৎ ও নিরপেক্ষভাবে কাজ করে যেতে চাই।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর শাহানারা বেগম নবগঠিত পরিষদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha