আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ১০, ২০২৩, ৭:৩৩ পি.এম
ইমাম কল্যাণ ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বাংলাদেশ ইমাম কল্যাণ ফাউন্ডেশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ও সংগঠনের সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদের সামনে হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইমাম কল্যান ফাইন্ডেশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, মাওলানা ইসমাইল হোসেন, সহ সভাপতি মাওলানা মনসুর আহমদ, প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহমেদ, সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা সোবহান মাহমুদ, সদস্য মাওলানা আবদুল মতিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন যে, পৃথিবীর যে স্থানেই পবিত্র কোরআন শরীফের অবমাননা করা হবে সেখানেই প্রতিবাদ হবে। সুইডেন পবিত্র কুরআন পুড়িয়ে সারা বিশ্বের মুসলিমের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা জ্ঞাপন, সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার, ও সুইডেনের পন্য বর্জনের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha