আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ১০, ২০২৩, ৯:৫১ পি.এম
নবাগত ওসির সঙ্গে ভুরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০জুলাই) সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম জয় এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি মেছবাহুল আলম, দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক মতপ্রকাশের উপজেলা প্রতিনিধি কামরুল হাসান, আলোকিত সকালের প্রতিনিধি আবু মুসা, ঢাকা ওয়েব প্রতিনিধি রাসেল হোসেন, দখিনের ক্রাইমের প্রতিনিধি মাহমুদ হাসান, প্রজন্মকন্ঠ প্রতিনিধি মশিউর রহমান, আগামীর সংবাদ প্রতিনিধি রাহিমুল ইসলাম রিদয় প্রমুখ ।
উক্ত সভায় সাংবাদিকরা নারী নির্যাতন, মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ সহ অসামাজিক বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ভূরুঙ্গামারীর সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদান ও সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha