প্রধানমন্ত্রীর জন্য ১০০টি কার্টনে করে ৭০০টি ‘কিউ’ জাতের ত্রিপুরার বিখ্যাত আনারাস পাঠান মানিক সাহা, যার ওজন ৯৮০ কেজি। মানিক সাহার পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ফণিভূষন জমাতীয়া বাংলাদেশে চট্টগ্রামে অভস্থিত ভারতের উপপহাইকমিশনের প্রতিনিধি এ এ সও নবুল সোণোয়ালের কাছে আনারসগুলো বুঝিয়ে দেন।
ফণিভূষন জমাতীয়া বলেন, ‘ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার বিখ্যাত ‘‘কিউ’’ জাতের আনারস পাঠিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা খুব আনন্দিত যে আমাদের এই বিখ্যাত আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে পেরেছি।’
এসব কার্টনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
আনারস হস্তান্তরকালে সীমান্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দীপক বৈদ্য, আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আশরাফ উদ্দিন, ইমিগ্রেশন কর্মকর্তা এএসআই দেওয়ান মোরশেদুল হক সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha