আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশকাল : মার্চ ৩১, ২০২১, ২:৩৯ পি.এম
সাংস্কৃতিক কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন
![]()
টাঙ্গাইল জেলা সংস্কৃতি কর্মকর্তা খন্দকার রেজোয়ানা ইসলামকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে পাবনায় মানববন্ধন করেছেন সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বুধবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে হত্যায় অভিযুক্ত পলাতক স্বামী দেলোয়ার হোসেনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, যৌতুকের লোভে দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী রেজোয়ানাকে শ্বাসরোধে হত্যা করেছেন। নৃশংসতম এ ঘটনার চারদিনেও হত্যায় অভিযুক্ত দেলোয়ার গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবনার সংস্কৃতি কর্মকর্তা মারুফা মঞ্জরী খান সৌমী, জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আওয়াল কবীর জয়, মানবাধিকার নেত্রী পূর্ণিমা ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালের একটি কক্ষে চিকিৎসাধীন রেজোয়না ইসলামকে দেখতে আসেন তার স্বামী দেলোয়ার হোসেন । পরে ঐ কক্ষ থেকে রেজোয়ানার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha