বাঘায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামের হৃদয় আহম্মেদ পাপ্পু (২৫) মারা গেছে। সে বাঘা উপজেলার ঢাকাচন্দ্রগাথি গ্রামের সাহেদ আলীর একমাত্র ছেলে।
শনিবার (৮-৭-২০২৩) সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। বাদ আসর জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার জানান, হৃদয় আহম্মেদ পাপ্পু মুনসিগঞ্জ এলাকায় পল্লী বিদৎ অফিসে কর্মরত ছিল। জ্বর নিয়ে ১ সপ্তাহ বাড়িতে আসে। গত ২ জুলাই বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গ এনএসআই পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়। পরে রামেক হাসপাতালে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশাদুজ্জামান (আশাদ) জানান,শনিবার (৮জুলাই) পর্যন্ত হৃদয় আহম্মেদ পাপ্পুসহ ৩জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। গত মাসে ১৬ জনের পরীক্ষায় কেউ সনাক্ত হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫